সাহসী ফারাজ

ফারাজ আইয়াজ হোসেন

জন্ম: ১৫ এপ্রিল ১৯৯৬–১ জুলাই ২০১৬

মা: সিমিন রহমান, বাবা: ওয়াকার হোসেন

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় তিনি মারা যান। এ ঘটনায় বন্ধুদের জন্য আত্মোৎসর্গ করায় পেয়েছেন মাদার তেরেসা পুরস্কার। ঢাকায় স্যার জন উইলসন স্কুল ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করার পর যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পড়াশোনা সম্পন্ন না হলেও বিশ্ববিদ্যালয়টি তাঁকে স্নাতক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাঁর নামে গড়ে তোলা হয়েছে ফারাজ হোসেন ফাউন্ডেশন। চালু করা হয়েছে ‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার’। ফারাজ তরুণ প্রজন্মের কাছে সাহসিকতার প্রতীক হয়ে উঠেছেন।

ফারাজকে নিয়ে লেখা

ছবিতে ফারাজ