উদ্যোগ – লতিফুর রহমান

  • logo

    ট্রান্সকম লিমিটেড

    চা–বাগান প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু এবং পরবর্তী সময়ে পাটের ব্যবসায় সফল হয়ে ট্রান্সকম গ্রুপ আজ দেশের অন্যতম নেতৃস্থানীয়, দ্রুত বর্ধমান ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশে খুব কম শিল্পগোষ্ঠী রয়েছে যারা ১৩৫ বছরের বেশি সময় ধরে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে বলে দাবি করতে পারে! ২০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে ট্রান্সকম লিমিটেড। ২০২০ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার ছিল ৮০ কোটি (৮০০ মিলিয়ন) মার্কিন ডলার।

  • logo

    ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিডিসিএল)

    বাংলাদেশের সবচেয়ে বড় বিক্রয় ও বিতরণ কোম্পানি টিডিসিএল। এটি দেশব্যাপী অবকাঠামোগত সুবিধাসহ ৩২টি শাখার মাধ্যমে ক্লিনিক ও হাসপাতালসহ ১ লাখ ২০ হাজারের বেশি ফার্মেসিতে ওষুধ এবং ৭০ হাজারের বেশি দোকানে ভোগ্যপণ্য সরবরাহ করে যাচ্ছে। এসকায়েফ, নোভো, নরডিস্ক, সারভিয়ের, অ্যালার্জেন, ল’রিয়েল, গার্নিয়ার, মারস, হেইঞ্জ, শিক, ইউনিলিভারসহ বিশ্বখ্যাত অনেক ব্র্যান্ডের পণ্য পরিবেশন করে টিডিসিএল।

  • logo

    ট্রান্সকম ফুডস লিমিটেড (টিএফএল)

    বাংলাদেশের পিৎজা হাট ও কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেড (টিএফএল)। ২০০৩ সালে পিৎজা হাট এবং ২০০৬ সালে কেএফসির যাত্রা শুরু হয় বাংলাদেশে। ঢাকা, চট্টগ্রাম, সাভার, কক্সবাজার, সিলেট, বগুড়া ও খুলনায় পিৎজা হাটের ১৬টি এবং কেএফসির ২৩টি শাখা রয়েছে।

    logo logo
  • logo

    এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

    বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্মিথক্লাইন অ্যান্ড ফ্রেঞ্চ (এসকেঅ্যান্ডএফ), ইউএস–এর বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংস্থাটিকে ১৯৯০ সালে ট্রান্সকম অধিগ্রহণ করে। এরপর নাম হয় এসকেএফ বাংলাদেশ লিমিটেড। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নামকরণ হয় এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে এটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান।

  • logo

    ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড

    বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্য তৈরির বহুজাতিক প্রতিষ্ঠান ফিলিপসের সরবরাহকারী হিসেবে ১৯৯৩ সালে বাংলাদেশে ট্রান্সকম ইলেকট্রনিকসের যাত্রা শুরু। আধুনিক জীবনযাত্রায় স্বস্তি এনে দিতে বিভিন্ন ধরনের ও বিভিন্ন ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য তৈরি, সরবরাহ ও বিপণনের জন্য এখন অনন্য এক প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস।

  • logo

    ট্রান্সক্র্যাফটস লিমিটেড

    আধুনিক প্রযুক্তির দ্রুতগতির ছাপাখানা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় মুদ্রণ প্রতিষ্ঠান হিসেবে খ্যাতনামা প্রতিষ্ঠান।

  • logo

    বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড

    ট্রান্সটেক নামের ব্র্যান্ডে জিএলএস ও এলইডিসহ সব ধরনের অত্যাধুনিক আলোক প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশে ল্যাম্পস লিমিটেড। সারা দেশে ৭০ হাজারের বেশি বিক্রয়কেন্দ্রে ট্রান্সটেক লাইটিং পণ্য সরবরাহ করা হয়।

  • logo

    ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল)

    বাংলাদেশে পেপসিকোর কোমল পানীয় উৎপাদন, বিপণন, বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ লিমিটেড। পেপসি, সেভেনআপ, মিরিন্ডা, মাউন্টেইন ডিউ, পেপসি ডায়েট, সেভেনআপ লাইট, পেপসি ব্ল্যাক, ট্রপিকানা, ফ্রুটজ, স্লাইস কোমলপানীয়সহ অ্যাকুয়াফিনা পানি সরবরাহ করে এই প্রতিষ্ঠান। দেশের কয়েকটি স্থানে বোতলজাত করার কারখানা রয়েছে।

    logo
  • logo

    ট্রান্সফিন ট্রেডিং ও ট্রিনকো লিমিটেড

    দুটি প্রতিষ্ঠানই ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড ও মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডে (দি ডেইলি স্টারের স্বত্বাধিকারী কোম্পানি) ট্রান্সফিন ও ট্রিনকোর স্পন্সর্ড শেয়ার রয়েছে।

  • logo

    ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড (টিসিপিএল)

    প্রথমবারের মতো বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক ফুড, স্ন্যাক ও বেভারেজ কোম্পানি পেপসিকোর একমাত্র ফুডস ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ব্যবসা শুরু করে। এর মাধ্যমে সারাদেশে কুরকুরে, লেইস, লেইস শেইপস, কোয়েকার ও ডরিটোস পণ্যের উৎপাদন, বিপণন, বিক্রয় ও বাজারজাত করা হয়ে থাকে।

  • logo

    টি হোল্ডিংস লিমিটেড (টিএইচএল)

    এই প্রতিষ্ঠানটি চা–শিল্পের ওয়্যারহাউস সুবিধা দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) ব্যবসায়ও নিয়োজিত।

  • logo

    মিডিয়াস্টার লিমিটেড (এমএসএল)

    ১৯৯৮ সালের ৪ নভেম্বর মিডিয়াস্টার লিমিটেডের দৈনিক প্রথম আলো, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত ও পঠিত সংবাদপত্রের যাত্রা শুরু। www.prothomalo.com এখন পৃথিবীতে বাংলাদেশি ও বাংলা ওয়েবসাইটগুলোর মধ্যে ১ নম্বরে। মিডিয়াস্টার লিমিটেডের রয়েছে কিশোর আলো—তরুণদের জন্য সর্বাধিক প্রচারিত মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তা—সর্বাধিক প্রচারিত বিজ্ঞান সাময়িকী প্রতিচিন্তা—সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রবিষয়ক ত্রৈমাসিক ও প্রথমা প্রকাশন—প্রকাশনা সংস্থা। এ ছাড়া আছে এফএম রেডিও এবিসি ৮৯.২ এফএম এবং নতুন যুগের বিনোদনের ডিজিটাল মাধ্যম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি।

    logo logo logo logo
  • logo

    মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান)

    দ্য ডেইলি স্টার বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক। ১৯৯১ সালের ১৪ জানুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়।

  • logo

    রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড (সহযোগী প্রতিষ্ঠান)

    সাধারণ বিমা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।